BANK JOB

ব্যাংক জব প্রস্তুতি যেখানে পাবেন গুরুত্বপূর্ণ তথ্য যা চাকরী পেতে সহায়তা করবে। ব্যাংক জব প্রস্তুতি (Bank job preparation) আর বিসিএস পরীক্ষা প্রস্তুতি প্রায় একই রকম। বাংলাদেশের যুবকদের কাছে সব থেকে লোভনীয় হচ্ছে সরকারী চাকরী বিসিএস আর বেসরকারি চাকরি “ব্যংক জব”। বাংলাদেশে ব্যাংক জব এর চাহিদা বেড়ে যাওয়ার কারণ সুযোগ সুবিধা। অন্যান্য যে কোন চাকরীর থেকে ব্যাংকে সবথেকে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে কর্মচারীদের। কেউ যদি মুখ গুজে একাধারে সাধারণ জ্ঞান বাংলাদেশ ও বিশ্ব, বাংলা সাহিত্য, ইংরেজি গ্রামার, ইতিহাস, গণিতের সূত্রাবলী পড়তে থাকে তবে চোখ বন্ধ করে বুঝে নিবেন ব্যাংক জব প্রস্তুতি অথবা বিসিএস লিখিত পরীক্ষা প্রস্তুতি চলছে। সাধারণ চাকরীর প্রস্তুতি আর ব্যাংক জব প্রস্তুতি এক নয়। ব্যাংকে চাকরি পাওয়ার জন্য সকল বিষয়ে সমান ভাবে দক্ষতা অর্জন করতে হয়। ভাল প্রস্তুতি নেয়ার জন্য প্রয়োজন হয় ভাল দিক নির্দেশনা। এজন্য ভাল একটি ব্যাংক প্রশ্ন/প্রশ্ন ব্যাকং থাকলে ব্যাংকের প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া যায়। ব্যাংকে নিয়োগ পরিক্ষার প্রস্তুতি নেয়ার আগে মানষিক দক্ষতা বাড়িয়ে নিয়া খুব প্রয়োজন। মানসিক দক্ষতা বৃদ্ধি করতে না পারলে বিশ্লেষণধর্মী প্রশ্ন গুলোর উত্তর দেয়া বা খুজে পাওয়া প্রায় অসম্ভব। আর ব্যাংকের পরিক্ষায় বিশ্লেষণধর্মী প্রশ্ন অনেক থাকে। ভাইভা পরিক্ষা এবং আই কিউ টেষ্ট এর ক্ষেত্রেও ভাল বিশ্লেষণ ক্ষমতা থাকা প্রয়োজন। বিশ্লেষণধর্মী প্রশ্নের সাথে সাথে সাধারণ জ্ঞান বাংলাদেশ ও বিশ্ব, বাংলা সাহিত্য, ইংরেজি গ্রামার, ইতিহাস, গণিতের সূত্রাবলী, গনিতের শর্টকাট বিষয় গুলো উপর সমান ভাবে দক্ষতা অর্জন করতে পারলে ব্যাংক বা যে কোন চাকরীর ক্ষেত্রে সফলতা আসবেই।